রাজধানীতে বৃদ্ধসহ দুইজনের মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কার্জন হলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের ও হাইকোর্ট মাজার রাস্তার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) আরেকজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে বারোটার দিকে ও শুক্রবার সকাল ১০ টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে কার্জন হলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।
অপরদিকে, হাইকোর্ট মাজার রাস্তা ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ।শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, খবর পেয়ে হাইকোর্ট মাজারের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা সকাল দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।