যমুনায় ভেসে এলো শিশুর মরদেহ

শনিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলের সলিমাবাদ যমুনা নদীর কিনারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যমুনায় ভেসে এলো শিশুর মরদেহ

প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক শিশুর (৯) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলের সলিমাবাদ যমুনা নদীর কিনারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চৌহালী নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক সেখ  বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা যমুনা নদীর কিনারে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে জানালে সেটি উদ্ধার করা হয়। তবে নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরেক উপপরিদর্শক (এসআই) সামছুল আলম  বলেন, ঘটনাস্থল পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর হওয়ায় মরদেহটি সেখানে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি কদিন আগের। অন্যত্র থেকে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে।