হাত-পা বাঁধা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হলো নিখোঁজ ছাত্র
শনিবার (১২ আগস্ট) বিকেলে সাড়ে ৩টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘরিয়া হাজিপাড়া গ্রামে নিজ বাড়ির পেছনে খড়ের গাদার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রথম নিউজ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুরে রহিদুল ইসলাম (১৪) নামে এক মাদরাসাছাত্রকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী। এতে অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১২ আগস্ট) বিকেলে সাড়ে ৩টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘরিয়া হাজিপাড়া গ্রামে নিজ বাড়ির পেছনে খড়ের গাদার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। রহিদুল ইসলাম ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও পাঁচঘরিয়া হাজিপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে।
মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আলী হাসান জানান, শনিবার ভোর ৪টার দিকে প্রতিদিনের মতো ছাত্রদের ফজরের নামাজ পড়তে উঠিয়ে দেওয়া হয়। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৩টার দিকে তার বাড়ির খড়ের গাদার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
তার গো গো শব্দে আশপাশের লোকজন এসে পলিথিনে মোড়ানো বাঁধন খুলে অসুস্থ অবস্থায় তাকে বের করে আনে। পরে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কোনো সমস্যা না থাকায় ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন বলেও জানান তিনি।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কে বা কারা এ ঘটনায় জড়িত তার কোনো ধারণা করতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ এ ঘটনার রহস্য যেন দ্রুত বের করে।
এলাকাবাসী জানান, কেউ এলাকায় আতংক সৃষ্টির লক্ষ্যে বা মাদরাসার সুনাম নষ্টের জন্য এ ঘটনা ঘটিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে। হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।