যুবদলের কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
প্রথম নিউজ, কুমিল্লা: বাংলাদেশ জাতীয়তাবাদী কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নেতা
ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন ।
অনুষ্ঠানে যুবদলের সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু বলেন আবারও হত্যার খেলায় মেতে উঠেছে সরকার। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। জেলে পাঠানো হচ্ছে এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। যুবদলের নেতাকর্মীরা রাজপথে আছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রতিটি হত্যাকান্ডের বিচার একদিন হবে ইনশাল্লাহ।