শ্রীপুরে বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে তেলিহাটি বিএনপি'র উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল।

শ্রীপুরে  বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম নিউজ,শ্রীপুর(গাজীপুর সদর)প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন বিএনপির  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৪ মার্চ)  বিকেলে ইউনিয়নের সাইটালিয়া ঈদগাহ মাঠে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ মোহাম্মদ আবু জাফর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ ও সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায়  ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারন সম্পাদক আক্তারুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক এডঃ আহসান কবির, বিএনপি নেতা মশিউর রহমান নয়েছ, আবুল বাশার সরকার, ফেরদৌস আহমেদ বাবুল, জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফাজ প্রধান, জেলা বিএনপির সদস্য  সামসুদ্দিন সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি সওকত মাস্টার, বিএনপি নেতা এমদাদ হোসেন মন্ডল, সামসুল হক মন্ডল, হান্নান মিয়া হান্নান, জহিরুল ইসলাম পায়েল, ছাত্রদলের নেতা আমিনুল ইসলাম, নওশাদ, জুবায়ের আল মামুন, শ্রমিকদলের নেতা শরীফুল ইসলাম সরকার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য  কামনায় মোনাজাত পরিচালনা করেন তেলিহাটি ইউনিয়ন  ওলামা দলের সাবেক সাধারন সম্পাদক হাফেজ শরীফুল ইসলাম। পরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।