যানজটে সপ্তাহের প্রথম কার্যদিবসে জনভোগান্তি

আজ রোববার  সকাল ১০টা-১১টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তার খোঁজ নিয়ে জানা গেছে, রাস্তাগুলোতে তীব্র যানজট রয়েছে।

যানজটে সপ্তাহের প্রথম কার্যদিবসে জনভোগান্তি

প্রথম নিউজ, ঢাকা: সপ্তাহের কর্মব্যস্ততা পুরোদমে শুরু হয় সাধারণত রোববার থেকেই। প্রায় প্রতি রোববারেই রাজধানীর অধিকাংশ সড়কে দেখা যায় ব্যাপক যানজট। একইভাবে এ সপ্তাহের রোববারও শুরু হয়েছে তীব্র যানজট দিয়ে।

আজ রোববার  সকাল ১০টা-১১টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তার খোঁজ নিয়ে জানা গেছে, রাস্তাগুলোতে তীব্র যানজট রয়েছে। বাংলামোটর থেকে কারওয়ান বাজার অতিক্রম করতে তেমন গাড়ির চাপ না থাকলেও, কারওয়ান বাজার থেকে বাংলামোটর পর্যন্ত পুরো রাস্তায় যানজট। তেজগাঁও থেকে কারওয়ান বাজার পার হতে বেশ কিছুক্ষণ রাস্তায় বসে থাকতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে, ফার্মগেট ছাড়িয়ে কারওয়ান বাজার অতিক্রম করতে মাঝখানের পুরোটা রাস্তায় যানজটে পড়তে হচ্ছে। এ সড়কের গাড়িগুলোকে থেমে থেমে হালকা গতিতে এগোতে দেখা গেছে।

যানজট রয়েছে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত সড়কে। আসতে ও যেতে উভয় পাশেই কাটাবন, বাটা সিগন্যালে কিছুক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে সায়েন্সল্যাব ও সিটি কলেজ মোড়েও গাড়িগুলোকে থেমে থেমে এগোতে দেখা যায়। তবে সায়েন্স ল্যাব থেকে একেবারে গাবতলি পর্যন্ত কোথাও জ্যামের খবর পাওয়া যায়নি।

এদিকে, মগবাজার এলাকার যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে শুরু করে মৌচাক, মগবাজার হয়ে বাংলামোটর পর্যন্ত পুরোটা রাস্তায় যানজট রয়েছে। ফ্লাইওভারের ওপর দিয়ে ব্যক্তিগত গাড়ি যেতে পারলেও, নিচের রাস্তায় গণপরিবহনের যাত্রীদের তীব্র যানজট ঠেলেই যেতে হচ্ছে।

অন্যদিকে, মগবাজার মোড় ছাড়িয়ে সাতরাস্তার দিকে যেতেই মগবাজার রেল ক্রসিংয়ে যানজট রয়েছে। সাতরাস্তা ছাড়িয়ে মহাখালীর দিকে অতিরিক্ত যানজট না থাকলেও মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত পুরো রাস্তা জুড়েই রয়েছে তীব্র যানজট। এছাড়া মহাখালী-আমতলী সিগন্যালেওে বেশ কয়েকবার থামতে হচ্ছে যানবাহনগুলোকে। ওদিকে মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত বনানীর দুই পাশের রাস্তাতেই বেশ যানজট রয়েছে। এ সড়কের গাড়িগুলোকে একেবারেই থেমে থেমে চলতে দেখা গেছে।

মালিবাগ থেকে উত্তরা রুটে মালিবাগ থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত অতিরিক্ত যানজট না থাকলেও রামপুরা টিভি সেন্টারের পর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পুরোটা রাস্তাতেই তীব্র যানজটের খবর পাওয়া গেছে। এদিকে মেরুল বাড্ডা ছাড়ালেই বাড্ডা পোস্ট অফিস থেকে শুরু করে উত্তর বাড্ডা ফুজি টাওয়ার পর্যন্ত পুরোট রাস্তায় যানজট রয়েছে, থেমে থেমে চলছে সব গাড়ি। তবে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলোকে তেমন একটা যানজটে পড়তে হচ্ছে না। কিন্তু কুড়িল থেকে আসা গাড়িগুলোকে নদ্দা হয়ে ভাটারা পর্যন্ত একেবারেই থেমে থেমে চলতে হচ্ছে। এছাড়া গুলশান এলাকায় গুলশান-১ চত্বরে যানজট কম থাকলেও, গুলশান ২ চত্বরে চারদিক থেকে আসা গাড়িকগুলোকে বেশ কয়েকটি সিগন্যালে পড়তে হচ্ছে বলে জানা গেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom