যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরাইলের বিমান হামলা
![যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরাইলের বিমান হামলা](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67aedef0a0d59.jpg)
প্রথম নিউজ, অনলাইন: যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা একটি রকেট লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি গজা ভূখণ্ডের ভেতর থেকে রকেট ছুড়তে ব্যবহার করা হতো বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ইসরাইলি ড্রোন মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের পূর্বে কৃষি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তবে এ ড্রোন হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া ইসরাইলের এ হামলার বিষয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এদিকে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট'র প্রধান রনেন বার বৃহস্পতিবার ভোরে গাজায় সামরিক হামলা জোরদারের হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলি বাহিনী 'বিভিন্ন পরিস্থিতিতে উচ্চ সতর্কতা অবলম্বন করছে।'