যাত্রাবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরের একটি বাসায় মায়ের সঙ্গে অভিমান করে মো. নাহিদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নাহিদ শরীয়তপুরের ভেদরগঞ্জ সদরের হারুন মিয়ার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর ধলপুরের বাসায় ভাড়া থাকতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।
নিহতের বাবা হারুন মিয়া বলেন, নাহিদ আমার একমাত্র ছেলে। বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিল। আজ দুপুরের দিকে তাকে খাবার খেতে বললে মায়ের কথায় সে বিরক্ত হয়। পরে অভিমানে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পার হলে তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখি। পরে দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।