যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে: খসরু

আজ বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে: খসরু

প্রথম নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের ভিসানীতির পদক্ষেপ আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ উৎকণ্ঠা তারই প্রতিফলন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। যারাই ভোট চুরির সাথে ডিরেক্ট এবং ইনডিরেক্ট জড়িত, তাদের সরার জন্যই এটা প্রযোজ্য।

তিনি আরও বলেন, বর্তমানে অলরেডি ভোট চুরি চলতেছে, এটাকে নির্বাচন বলে না। এই পদক্ষেপ আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সহায়তা করবে।গাজীপুরে গণতান্ত্রিক পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড না থাকায় সাবেক মেয়রকে নির্বাচন করতে দেয়নি বর্তমান সরকার।

আমির খসরু আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই মেসেজ আওয়ামী লীগ না ভাবলে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে বলেও মন্তব্য করেন তিনি।