যে কারণে কলকাতায় ঈদ করবেন ফারিয়া

ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন

 যে কারণে কলকাতায় ঈদ করবেন ফারিয়া
যে কারণে কলকাতায় ঈদ করবেন ফারিয়া-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। শুটিংকের কারণে এবারের ঈদটা দেশের বাইরেই করতে হচ্ছে এই চিত্রনায়িকাকে। এর আগে ঈদের মধ্যে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ব্যাংককে।

কিন্তু রাজনৈতিক জটিলতায় ছবিটির কাজ বাতিল হয়ে যায়। তখন পরিকল্পনা করেন দেশে ঈদ করার নুসরাত ফারিয়া। তবে তা আর হচ্ছে না। কারণ আরও একটি ছবির শুটিংয়ে গতকালই (৪ জুলাই) কলকাতায় পাড়ি দিয়েছেন এই চিত্রনায়িকা।

কলকাতায় আজ (৫ জুলাই) সকাল থেকে শুটিংকে শুরু করছেন রাজ চন্দ পরিচালিত ‘ভয়’ ছবির। সেখানে ১৬ জুলাই পর্যন্ত করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

তিনি বলেন, ‘দেশেই ঈদ করবো ভেবেছিলাম। তবে শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। তাই সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছি। তাছাড়াও আমার আগামী মাসে শুরু হবে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং । ’

জানা যায়, ১৬ জুলাই পর্যন্ত চলবে শুটিং ও ডাবিংয়ের কাজ। ছবিটির শুটিং এর আগে ভারতের বিহার ও কলকাতায় হয়েছে। এতে ফারিয়ার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom