মেহেরপুরের বিএনপি নেতা আওয়াল গ্রেপ্তার
সোমবার দিবাগত রাত ৮টার দিকে বামন্দী শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত আওয়াল বিশ্বাস গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বামন্দী শহরের বাসিন্দা। সোমবার দিবাগত রাত ৮টার দিকে বামন্দী শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আওয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করে। বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নাশকতার লক্ষ্যে গত ১০ই ফেব্রুয়ারি দিবাগত রাতে বামন্দী শহরের একটি মাদ্রাসায় বিএনপির নেতাকর্মী গোপন বৈঠক করছিল। সংবাদ পেয়ে পুলিশের একটিদল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি ককটেল বিস্ফােরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, ২টি রাম দা ও বেশ কয়েকটি লাঠিসোটা উদ্ধার করা হয়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় ১৮ জনসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসাবে আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: