মাহফিল থেকে ফেরার পথে বাসচাপায় নিহত ১

মাদারীপুরের রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে একটি গাড়ির চাপায় জলিল বেপারি (৫৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন

মাহফিল থেকে ফেরার পথে বাসচাপায় নিহত ১
মাহফিল থেকে ফেরার পথে বাসচাপায় নিহত ১

প্র্রথম নিউজ : মাদারীপুরের রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে একটি গাড়ির চাপায় জলিল বেপারি (৫৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও এক ভ্যানচালক নূর হক (৪০) ও ভ্যানযাত্রী জয়নাল মোল্লা।

রোববার রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সানেরপাড় এলাকার এসআর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত জলিল বেপারি উপজেলার কুঠিবাড়ী এলাকার মৃত হাসান বেপারির ছেলে।

পুলিশও স্থানীয়রা জানান, রোববার রাত দেড়টার দিকে সাধুর ব্রিজ এলাকায় ওয়াজ মাহফিল শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জলিল বেপারিসহ তিনজন। তারা সানেরপাড় এলাকায় এলে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়।  এ সময় ভ্যানগাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল বেপারিকে মৃত ঘোষণা করেন।  এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক নূর হককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: