মহানন্দা সেতুর টোলপ্লাজায় অধ্যক্ষ লাঞ্ছিত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে  যান চলাচল বন্ধ করে দেয়।

মহানন্দা সেতুর টোলপ্লাজায় অধ্যক্ষ লাঞ্ছিত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মহানন্দা সেতুর টোলপ্লাজায় অধ্যক্ষ লাঞ্ছিত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম নিউজ,  চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজা অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে  যান চলাচল বন্ধ করে দেয়। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে পলিটেকনিকের অধ্যক্ষ  মাসুদুর রহমান গাড়ি নিয়ে  বীরশ্রেষ্ঠ  ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু অতিক্রম করার সময় অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে টোলপ্লাজার লোকজন। এরই প্রতিবাদে তারা (শিক্ষার্থী) সড়ক অবরোধ করেছে। 

মহানন্দা টোল প্লাজার ম্যানেজার ফাহিম রহমান জানান,  সব সাধারণ গাড়ির মতো অধ্যক্ষের গাড়িটি টোল আদায়ের জন্য দাঁড় করানো হয়। তিনি পরিচয় দেয়ার পর তাকে আমরা জানায় আপনার গাড়িটি ছাড় পাবে কি পাবে না  সেটি আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে  জানাবো। এরপর তার কাছে  টোল না নিয়ে তার গাড়ি ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা হঠাৎই এসে কোন কথা ছাড়াই টোল প্লাজায় অবরোধ করে কার্যক্রম বন্ধ করে দেয়। এতে আমাদের ১ ঘন্টায় টোল আদায় বন্ধ হয়ে পড়লে প্রায়  ১ লাখ টোল আদায়  ব্যাহত হয়। পরে এক ঘন্টা পর স্থানীয় প্রশাসন ও  পলিটেকনিকের শিক্ষকেরা  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হলে আবারো যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান বলেন,  ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ  এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে টোলপ্লাজা ও শিক্ষার্থীদের কে  বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। আপাতত যানচলাচল সাভাবিক  রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: