মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৫৪
রোববার স্থানীয় সময় বিকাল পৌনে ৫টার দিকে রাজ্যের ইমিগ্রেশন পুলিশ জহুরবারু শহরের কেন্দ্রস্থলে একটি মলের বেশ কয়েকটি ম্যাসেজ পার্লারে অভিযান চালায়।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার জহুরবারুতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশিসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার স্থানীয় সময় বিকাল পৌনে ৫টার দিকে রাজ্যের ইমিগ্রেশন পুলিশ জহুরবারু শহরের কেন্দ্রস্থলে একটি মলের বেশ কয়েকটি ম্যাসেজ পার্লারে অভিযান চালায়।
অভিযানে ৩২ জন ইন্দোনেশিয়ান নারী, আটজন থাই নারী, তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুই ভারতীয় পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করা হয়। এছাড়া ম্যাসেজ পার্লার পরিচালনার দায়িত্বে থাকা ছয় বিদেশি পুরুষ এবং একজন স্থানীয় নারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।
সোমবার জহুর রাজ্যের ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, রোববার জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অপস গেগার এবং অপস সেলেরা নামে অভিযানে জহুরবারুর সেতিয়া ট্রপিকা এবং বঙ্গুনান সুলতান ইস্কান্দার থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে ম্যাসেজ পার্লারে ৪০ জন বিদেশি নারীকে দিয়ে পতিতা হিসেবে কাজ করানো হতো। এছাড়া জনসাধারণের অভিযোগ, কিছু ম্যাসেজ সেন্টারে গ্রাহকদের পতিতাবৃত্তি পরিষেবা প্রদান করা হতো।