মিরসরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে মো: ইকবাল হোসেন (৩৯) ও কাজী মো: ইয়াছিন (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার ৬৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার ফজলুল কবিরের ছেলে মো: ইকবাল হোসেন ও নরসিংদী জেলার নরসিংদী সদর থানার বিরামপুর এলাকার মরহুম কাজী মনিরুল ইসলামের ছেলে কাজী মো: ইয়াছিন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি টিম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ইমপেরিয়াল এক্সপ্রেস নামে একটি বাসে তল্লাশি করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ১৯ হাজার ৫০০ টাকা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।