মিরপুরে ডিএনসিসির গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মিরপুরে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মিরপুরে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আবু তৈয়ব বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ মার্চ) সকালের দিকে শাহআলী থানাধীন মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে ডিএনসিসির একটি ময়লার গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি আমরা।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: