মিরপুরে অটোরিকশার ধাক্কায় এসি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আরজু মিয়া (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন

মিরপুরে অটোরিকশার ধাক্কায় এসি মিস্ত্রির মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আরজু মিয়া (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন এসি মিস্ত্রি ছিলেন।

শুক্রবার (২১ এপ্রিল) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত


নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. রানা জানান, আরজু মিয়া পেশায় এসি মিস্ত্রি ছিলেন। ভোরে সেহরি খেয়ে রিকশা করে বাসায় ফিরছিলেন তিনি। পথে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি এলাকায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আরজু মিয়া মিরপুর ১১ নম্বর এলাকার স্থায়ী বাসিন্দা আসলাম মিয়ার ছেলে। তারা দুই ভাই ও দুই বোন। ৯ মাস আগে বিয়ে করেছিলেন আরজু মিয়া।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।