মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে নিহত কিশোরের ছবি ফেসবুকে
মিয়ানমারের সামরিক বাহিনী জান্তাবিরোধীদের গ্রামে গ্রামে তল্লাশি চালাচ্ছে
প্রথম নিউজ, ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনী জান্তাবিরোধীদের গ্রামে গ্রামে তল্লাশি চালাচ্ছে। অনেকে নির্যাতনের ভয়ে পালিয়ে যাচ্ছেন পার্শ্ববর্তী দেশগুলোতে।
জোসেফ নামে এক মিয়ানমারের যুবক তাদের গ্রামে ঢোকার পর জঙ্গলে পালিয়ে যান। খবর বিবিসির।
কিন্তু তার ১৩ বছর বয়সি ছেলে পালি নাং পালাতে পারেনি। পরে জোসেফ তার ছেলের মৃতদেহের ছবি ফেসবুকে দেখতে পান।
তার দেহে ছিল নির্যাতনের চিহ্ন। সন্তানের মৃত্যুতে শোকে কাতর জোসেফ।
প্রায় ৪০ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে ভারতে চলে গেছেন। জোসেফ তাদের একজন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews