ম্যাজিস্ট্রেটের সামনেই হাতপাখার কর্মীদের বেধড়ক পেটালো নৌকার কর্মীরা
এই তোর এখানে কি, তুই এখানে কি করিস- বলেই হাতপাখার কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়।
প্রথম নিউজ, বরিশাল: এই তোর এখানে কি, তুই এখানে কি করিস- বলেই হাতপাখার কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়। এরপর আওয়ামী লীগের প্রায় ১৫-২০ জন কর্মী চড়াও হন তাদের ওপর। হাতপাখার কর্মীদের পেটাতে পেটাতে কেন্দ্রের সামনে থেকে দূরে নিয়ে যান তারা। এরপর তারা ফিরে এসে বলতে থাকেন, আর কেউ জামায়াত-শিবির আছে এখানে। এরপর একটি গেটের ভেতরে হাতপাখার কর্মী-সমর্থকদের ওপর চড়াও হন তারা। এরপর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। সেখানেই উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট। হামলার ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। কিন্তু হাতপাখার কর্মী-সমর্থকরা অভিযোগ করেন- বিজিবিকে অন্য রাস্তায় নিয়ে গেছে ম্যাজিস্ট্রেট।
এবিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটে দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এসময় তিনি নিজের নাম বলতেও অস্বীকৃতি জানান। এই হামলার আগে হাতপাখার এক কর্মী বলেছিলেন, আমাদের কেন্দ্রের সামনে যাইতেই দিচ্ছে না। গেলেই তাড়িয়ে দিচ্ছে। বর্তমানে ওই কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা উপস্থিত রয়েছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।