মন্ত্রী হতে চান হিরো আলম

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রার্থী হয়েছেন আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম

মন্ত্রী হতে চান হিরো আলম
মন্ত্রী হতে চান হিরো আলম

প্রথম নিউজ, বগুড়া : বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রার্থী হয়েছেন আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচনের জয়ী হয়ে এমপি এবং পরে সুযোগ পেলে মন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। 

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন হিরো আলম। 

তিনি জানান, মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার তো শেষ নেই। আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী হব। এমপি হলে চলচ্চিত্র জগতেও নেতৃত্ব দিতে পারব।

হিরো আলম জানান, এমপি হলে বগুড়ায় টিভি সেন্টার বানাব। বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব। দরিদ্র শিল্পীদের সহায়তা দেব। বগুড়ার প্রতিভাবান শিল্পীদের নানা ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেব। 

ভোটে নেমে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান হিরো আলম। ভোটাররা তাকে বিমুখ করবেন না বলেও বিশ্বাস আলোচিত এ অভিনেতার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: