প্রথম নিউজ, মানিকগঞ্জ : ৫৭ গ্রাম হিরোইন সহ ৬ মাদক কার বারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৮ মার্চ দিবাগত রাতে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিকনির্দেশনায়এবং ওসি ডিবি আবুল কালামের তত্ত্বাবধানে তিনটি স্পটে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয় মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর থানার চিহ্নিত ৬ মাদক কারবারিকে। উদ্ধার করা হয় পাঁচ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ৫৭ গ্রাম হিরোইন।
আটককৃতরা হলো সদর উপজেলার পূর্ব দাশরা গ্রামের আরশেদ আলীর ছেলে মোহাম্মদ সালমান (১৯). মিতরা গ্রামের আমিজুদ্দিনের ছেলে রাজু (৩০), সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাজা মিয়ার ছেলে মোহাম্মদ হারুন (৫৬), আজিমপুর গ্রামের মৃত আওলাদের পুত্র কালাম (৩৬) ও রায় দক্ষিণ গ্রামের বশির মিয়ার ছেলে চান মিয়া (৩৬)।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ডিবির এস আই আসাদ, এসআই রিপন নাগ ও এস আই মোহাম্মদ নাজমুল আলম পৃথক তিনটি টিমের নেতৃত্ব দেন। আটক কৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে ১৬ টি মামলা বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া রোববার ৯ এপ্রিল মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো তিনটি মামলা রুজু করা হয়েছে।