মাধবপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম নিউজ, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে মনতলা স্টেশন মাস্টার নিশ্চিত করেছেন।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, রোববার সকাল সোয়া ৯টায় আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ১নং লাইন ধরে মনতলা স্টেশন অতিক্রম করার সময় মেকানিক্যাল ত্রুটির কারণে জ্বালানি তেল বহনকারী ৯৬১নং ট্রেনটির পেছনের গার্ড কম্পার্টমেন্টটি ট্রলির ওপর থেকে ছিটকে বাইরের দিকে পড়ে যায়। ১নং লাইনটি বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে।