মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

নিহত কিশোরের নাম আব্দুর রহমান অনিক (১৫)। সে সদর উপজেলার ভাদসা দিওর গ্রামের লুদু মিয়ার ছেলে।

মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, জয়পুরহাট: জয়পুরহাটের সদরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত কিশোরের নাম আব্দুর রহমান অনিক (১৫)। সে সদর উপজেলার ভাদসা দিওর গ্রামের লুদু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আব্দুর রহমান অনিককে দুই বছর আগে শহরের এন এ নামের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে রাখেন তার বাবা। সে ওখানেই থাকতো। আজ সকালে নাস্তা নিতে চারতলা ওই কেন্দ্র থেকে জাফর নামের এক যুবক ও আব্দুর রহমান নিচে রান্না ঘরে যায়। অনেকক্ষণ দেরি হলেও তারা উপরে না উঠলে বাকিরা নিচে রান্না ঘরে এসে আব্দুর রহমানের গলাকাটা মরদেহ দেখতে পায়। 

ওসি আরও বলেন, এ ঘটনায় ওই পুনর্বাসন কেন্দ্রের পরিচালক সহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আব্দুর রহমানের সঙ্গে রান্নাঘরে আসা জাফর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত বটি উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।