মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে অটোরিকশা চালক নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত অটোরিকশা চালকের নাম সনু (৩০)।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
সনুকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি সাকিব জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প কলেজ গেট এলাকায় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন সনু। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের সন্তান। তার দুই ছেলে-মেয়ে রয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।