মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মাথায় দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক বন্ধুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১৮ জুন) সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোর্ট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত হয়েছে একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীতে শনিবার রাতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার সকালে মোটরসাইকেলযোগে নিজ এলাকা কুমিল্লায় ফিরে যাচ্ছিলেন তিনবন্ধু। সকাল সাড়ে ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। বাকী দুইজনকে হাসপাতালে ভর্তি দেওয়ার কিছুক্ষণ পর সজীবও মারা যান।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজন মারা গেছেন। একজন চিকিৎসাধীন।