পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ১৩ জন নিহত
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫ নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। কালার কাহার শহরের কাছে ইসলামাবাদ-লাহোর মোটরওয়েতে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডনের খবরে বলা হয়, ঝাংগামী বাসটি যখন কালার কাহারের মধ্য দিয়ে যাচ্ছিল তখন এর চালক ‘ব্রেক ফেইল’ করেন। পরে বাসটি দুটি গাড়ি ও একটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। দুর্ঘটনার পর মোটরওয়ের দুটি লেন যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারিতে কালার কাহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সেবার বড়যাত্রী বহনকারী একটি বাস দুটি গাড়ি এবং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গভীর খাদে পড়ে যায়। এতে নারী, শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়। আহত হন ৬৪ জন। পরে জানা যায়, বাসের টায়ার ফেটে যাওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।