মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মো. নীরব হোসেন (২২) নিহত হন। আহত হন আরোহী মো. রুবায়েত।
পরে ঘটনাস্থল থেকে আহত রুবায়েতকে অন্য গাড়ির যাত্রীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।