মা-মেয়েকে পেটানোর অভিযোগে রাজবাড়ী পৌর কাউন্সিলর পলাশ গ্রেপ্তার
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহর থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুর রহমান পলাশ (৪৩)কে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছেন। তিনি পৌর শহরের ভাজনচালা গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহর থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। শহরের নিউ কলোনি এলাকায় বসবাসরত মামলার বাদী অভিযোগ করে বলেন, তার স্বামী ২০২০ সালে মারা যাওয়ার পর ৩ কন্যা নিয়ে নিউ কলোনির কোয়ার্টারে বসবাস করে আসছেন। কোনো উপার্জনের উৎস না থাকায় সন্তানদের ভবিষ্যতের জন্য ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারি ওই কলোনি মোড় এলাকায় রেলের জায়গা লিজ গ্রহণ করেন। তিনি বলেন, সোমবার বিকাল সাড়ে ৩টার সময় লিজকৃত জমিতে দোকান ঘর নির্মাণ করার সময় কাউন্সিলর মাহাবুব আলম পলাশ, নতুনপাড়ার মো. বাবুসহ ৪-৫জন গিয়ে শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করে বের করে দেয়।
এ সময় তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঘটনা জানতে পেরে তাদের কাজে বাধা নিষেধ করলে তাকে এলোপাথাড়ি মারপিট করে। টানা হেঁচড়া করে মেয়ের পরণের কাপড় বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তাদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গেলে তাকেও চুলের মুঠি ধরে এলোপাথাড়ি চর ধাপ্পর মারে এবং পরণের কাপড় টানা হেঁচড়া করে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়।
তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। এ বিষয়ে রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মাহবুবুর রহমান বলেন, রাত ১টার দিকে শহর থেকে মাহাবুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, একজন ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌরসভার কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অপরাধে ৩টি মামলা দায়ের হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: