ভয়াবহ দাবানলের কবলে জাপান

ভয়াবহ দাবানলের কবলে জাপান

প্রথম নিউজ, অনলাইন:   তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানল শুরু হয়েছে জাপানে। গত বুধবার আগুন লাগার পর থেকে উত্তরাঞ্চলের ইওয়াতের ওফুনাতো বনের প্রায় এক হাজার ২০০ হেক্টর জমিতে তা ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ভয়াবহ এই দাবানলে একজন নিহত হয়েছেন। এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র বলেন, আমরা এখনো দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার আকার নিরূপণের চেষ্টা করছি। তবে এটি ১৯৯২ সালে হোক্কাইডোর কুশিরোতে লাগা দাবানলের পর থেকে সবচেয়ে বড়।
ওই দাবানল এক হাজার ৩০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল।

গতকাল সংস্থাটি জানিয়েছে, সারা দেশ থেকে আসা প্রায় এক হাজার ৭০০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর কাজ করছেন। গত বৃহস্পতিবার এক ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

এএফপি জানিয়েছে, ২০২৩ সালে জাপানে প্রায় এক হাজার ৩০০টি দাবানলের ঘটনা ঘটেছিল, যার বেশির ভাগই ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে সংঘটিত হয়।
ওই সময় বাতাস শুষ্ক হয়ে যায় ও হাওয়া বেড়ে যায়। ওফুনাতো শহরে এই মাসে এখন পর্যন্ত মাত্র ২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৬৭ সালে ফেব্রুয়ারির সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড ৪.৪ মিলিমিটারের চেয়েও অনেক কম।