ভৈরবে আওয়ামী লীগ-পুলিশ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

ভৈরবে আওয়ামী লীগ-পুলিশ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

প্রথম নিউজ, ভৈরব : ভৈরবে আওয়ামী লীগ-পুলিশ ও বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ককটেল বিস্ফোরণ ও বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করায় উভয় দলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।


মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আওয়ামী লীগ কর্মী রনি মিয়া। নাকিদের নাম এখনও জানা যায়নি।

জানা যায়, বিএনপির জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি সড়কে অবরোধ পালনে জন্য দল বেধে নামলে উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সংঘর্ষ শেষে আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন। 

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, আমরা গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে তারা উস্কানি দিয়ে হামলা করছে, মামলা দিচ্ছে। ভৈরবে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে।

বিজ্ঞাপনএ বিষয়ে ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সকালে দুর্জয় মোড় এলাকায় আওয়ামী লীগ-বিএনপির মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুর্জয় মোড় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন।