ভারতীয় মুদ্রার রেকর্ড পতন, ইতিহাসে প্রথম ৮০ রুপিতে এক ডলার
ধুকছে বিশ্ব অর্থনীতি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোর নাজেহাল অবস্থা। সেই প্রভাবে কাবু ভারতের অর্থনীতিও।
প্রথম নিউজ, ডেস্ক: ধুকছে বিশ্ব অর্থনীতি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোর নাজেহাল অবস্থা। সেই প্রভাবে কাবু ভারতের অর্থনীতিও। এরইমধ্যে সোমবার এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ৮০ রুপি। এটি রুপির দাম পতনের নতুন মাইলফলক। এর আগে ডলারের বিপরীতে রুপির দাম কখনো ৮০ ছাড়ায়নি। এ খবর দিয়েছে ব্লুমবার্গ। খবরে জানানো হয়েছে, মঙ্গলবার এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৮০.০৬ রুপি। এ নিয়ে চাপে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। ২০১৪ সালে ৬৩ রুপি দিয়ে কেনা যেতো এক ডলার। কিন্তু এখন খরচ করতে হচ্ছে ৮০ রুপি।অর্থাৎ দাম পড়েছে ২৫ শতাংশ। সাম্প্রতিক দর পতনের কারণ হিসেবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিনিয়োগ তুলে নেয়াকে দায়ী করা হচ্ছে।
রূপির দাম ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। এরমধ্যে আছে বিভিন্ন আমদানিতে হস্তক্ষেপ এবং সোনা আমদানিতে কর বৃদ্ধি। ‘অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ’-এর অর্থনীতিবিদ ধীরাজ নিম বলেন, রুপির মান সামনের দিনে আরও কমার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা অস্থির এখনও। এছাড়া বাণিজ্যে ভারসাম্যহীনতাও ভোগাচ্ছে। এ বছর ৭ শতাংশ দাম হারিয়েছে রুপি। সেপ্টেম্বর নাগাদ ৮২ রুপিতে এক ডলার কিনতে হতে পারে মনে করছেন অর্থনীতিবিদরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews