ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসে রেগে আগুন আনুশকা!
প্যাভিলিয়নে কিংবা টিভি পর্দার সামনে খেলা উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গেল রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর ছিল ক্রিকেট বিশ্ব। প্যাভিলিয়নে কিংবা টিভি পর্দার সামনে খেলা উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।
আর ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে স্টেডিয়ামে এসেই মেজাজ হারান এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমনই এক ভিডিও। এতে দেখা গেছে, কোনো এক ব্যক্তির উপর নিজের রাগ ঝারছেন আনুশকা। তবে কী বলছিলেন বিরাটপত্নী সেটা বোঝা যায়নি।
অভিনেত্রীর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্য করতে ভুল করেননি নেটিজেনরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আবার কি আবর্জনা তুলতে বলছে নাকি?’ অন্য একজন লিখেছেন, ‘বউদি খুব রেগে গেছে।’ আবার অনেকের মন্তব্য, তাকে সুলতান সিনেমার ‘আরফা’ চরিত্রের মতো দেখতে লাগছে।’
কয়েক বছর আগে, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলার জন্য আনুশকা এক ব্যক্তিকে তিরস্কার করেন এবং ভবিষতে এই কাজ যেন আর না করেন সেই ব্যাপারেও বোঝান।