‘ভারত চাঁদে যাচ্ছে আর আমাদের বাচ্চারা নর্দমায়’

সৈয়দ মুস্তাফা কামালকে দেশের আর্থিক দুরাবস্থা ও বিভিন্ন পরিষেবার অভাব নিয়ে মুখ খুলতে দেখা গেলো।

‘ভারত চাঁদে যাচ্ছে আর আমাদের বাচ্চারা নর্দমায়’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পাকিস্তানের সংসদে বক্তৃতা দেওয়ার সময় মুত্তেহিদা কোয়ামি মুভমেন্ট পাকিস্তান দলের নেতা সৈয়দ মুস্তাফা কামালকে দেশের আর্থিক দুরাবস্থা ও বিভিন্ন পরিষেবার অভাব নিয়ে মুখ খুলতে দেখা গেলো। সেখানেই তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা টানেন। বলেন, “আজ যখন বিশ্ব চাঁদে পৌঁছে যাচ্ছে, সেখানেই আমাদের শিশুরা করাচির খোলা নালায় পড়ে গিয়ে মারা যাচ্ছে। আমরা টিভি স্ক্রিনে খবরে দেখি, ভারত চাঁদে পা রেখেছে, তার দুই সেকেন্ড বাদেই খবরে দেখি করাচিতে খোলা নালায় পড়ে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে।”তিনি বলেন, "আমাদের দেশে  ৪৮ হাজার স্কুল আছে ।

এদিকে নতুন রিপোর্ট বলছে তার মধ্যে ১১ হাজার স্কুল 'ভূতের স্কুল' হয়ে গিয়েছে । সিন্ধ প্রদেশের ৭০ লক্ষ শিশু এবং দেশের মোট ২ কোটি ৬২ লক্ষ শিশু স্কুলে যেতে পারে না । আমরা যদি শুধুমাত্র এই বিষয়টাতে নজর দিই, তাহলে দেশের অনেক নেতার ঘুম উড়ে যাবে ।" সম্প্রতি পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছে । দেশের আর্থিক দুর্দশার কথা প্রায়শই খবরের শিরোনামে জায়গা করে নেয় ।  ২.৩ কোটি জনসংখ্যার শহরে পরিষ্কার পানির  অভাব নিয়েও কথা বলেন তিনি। বলেন, “করাচি পাকিস্তানের উপার্জনের ইঞ্জিন। 

দেশ ভাগের সময় থেকেই পাকিস্তানের দুটি বন্দর এখানেই রয়েছে। গোটা দেশের প্রবেশপথ এই শহর। তারপরও, বিগত ১৫ বছর ধরে করাচিতে পরিষ্কার পানি আসে না। যেটুকু আসে, তাও ট্যাঙ্কার মাফিয়াদের দখলে চলে যায়।” দিন কয়েক আগেই পাকিস্তানের বিরোধীদলীয় নেতা মাওলানা, ফজলুর রহমান ভারতের সাথে তীব্র বৈপরীত্য তুলে ধরে বলেন, "ভারত এখন পরাশক্তি হবার স্বপ্ন দেখছে।  আমরা দেউলিয়া হওয়া এড়াতে ভিক্ষা করছি এর জন্য দায়ী কে?" সূত্র : হিন্দুস্থান টাইমস