ভিপি নূরের পক্ষে বিবৃতি দিয়ে যা বলল যুব অধিকার পরিষদ
আজ বুধবার দুপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রথম নিউজ, ঢাকা: গণঅধিকার পরিষদ থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সাময়িক অব্যাহতি দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। পরিপ্রেক্ষতে নূরের পক্ষে বিবৃতি দিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। একই সঙ্গে ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানকে অভিনন্দন জানিয়েছে।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সাবেক প্রধান সমন্বয়ক সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঐক্যবদ্ধ আছে ।
আমরা মনে করি, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ভোটারবিহীন সরকার শেখ হাসিনার পদত্যাগের দাবিসহ ‘অন্তর্বর্তীকালীন সরকার’-এর অধীন নির্বাচনের জন্য লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবে।
এদিকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেন তারই দলের সদস্য সচিব নুরুল হক নুর। রেজা কিবরিয়াও নুরের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করেছেন।