বুয়েটের পাশে ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা  বলেন, আমরা বেলা সাড়ে ১১টার দিকে খবর পাই বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সাথে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পাওয়া গেছে।

বুয়েটের পাশে ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পাশের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা  বলেন, আমরা বেলা সাড়ে ১১টার দিকে খবর পাই বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সাথে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পাওয়া গেছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের সিসি ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেল সেটি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।