বৃহস্পতিবার সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে

রানওয়ের নিকটবর্তী স্থানে বন্যার পানি এসে যাওয়ার কারণে গত শুক্রবার থেকে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিলো।

বৃহস্পতিবার  সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে
বৃহস্পতিবার সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে

প্রথম নিউজ, সিলেট : বৃহস্পতিবার সকাল থেকে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল ৭ টা থেকে নিয়মিত ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। রানওয়ের নিকটবর্তী স্থানে বন্যার পানি এসে যাওয়ার কারণে গত শুক্রবার থেকে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিলো। সোমবার বেসরকারী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসে রানওয়ে পরিদর্শন করে যান। ওইদিন মন্ত্রী জানিয়েছিলেন- বিমানবন্দরের রানওয়ের এপ্রোচ লাইট পানিতে ডুবে যাওয়ার কারণে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। সেটি সচল করা গেলে ফের ফ্লাইট চালু হবে।  সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তা নজরুল ইসলাম সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট চালু করা হচ্ছে। ইতিমধ্যে তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা এসেছে। তারা ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom