বিহারে বালুবোঝাই নৌকায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

বালুবোঝাই একটি নৌকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫ শ্রমিকের

বিহারে বালুবোঝাই নৌকায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
বিহারে বালুবোঝাই নৌকায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : বালুবোঝাই একটি নৌকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫ শ্রমিকের। আহত বেশ কয়েক জন। শনিবার (৬ আগস্ট) ঘটনাটি ঘটেছে পাটনার রামপুর দিয়ারা ঘাটে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নৌকাটিতে গ্যাস জ্বালিয়ে রান্না করছিলেন শ্রমিকরা। সেই সময় গ্যাস লিক করে সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। আগুনে ঝলসে গিয়েছেন আরও কয়েক জন।

পাটনার জেলা প্রশাসক চন্দ্রশেখর সিংহ বলেন, নৌকায় ২০ জনের বেশি ছিলেন। গ্যাস জ্বালিয়ে রান্না চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। যাদের মৃত্যু হয়েছে তাদের শনাক্তকরণের কাজ চলছে।

জেলাশাসক আরও জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom