বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১৬

 বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১৬

প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব শেখ (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এসময় তার ছোট ভাই রানা শেখসহ (২৫) অন্তত ১৬ জন আহত হন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ও আহত রানা শেখ একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে। দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মুকসুদপুর উপজেলা সদরে যাছিলেন। ১০ দিন আগে রাজিব শেখ দেশের বাড়িতে আসেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, মুকসুদপুর থেকে বরইতলাগামী আরাফাত এন্টারপ্রাইজের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলেই রাজিব শেখ নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রানা শেখসহ বাসের অন্তত ১৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। গুরুতর আহত রানা শেখকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।