বাসের ধাক্কায় শ্রমিক আহতের প্রতিবাদে বনানীতে দুই ঘণ্টা সড়ক অবরোধ

আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বাসের ধাক্কায় শ্রমিক আহতের প্রতিবাদে বনানীতে দুই ঘণ্টা সড়ক অবরোধ
বাসের ধাক্কায় শ্রমিক আহতের প্রতিবাদে বনানীতে দুই ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম নিউজ, অনলাইন: বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক আহত হওয়ায় প্রতিবাদে  রাজধানীর সৈনিক ক্লাব-বনানী সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় অ্যাপারেল ইন্ডাট্রিজ লিমিটেডের কর্মী নুরুন নাহার বাসের ধাক্কায় আহত হন। বাস তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত আনে। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: