বাসচাপায় প্রাণ গেলো পশু চিকিৎসকের
প্রথম নিউজ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১০ ডিসেম্বর) রাতে পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এওর মিয়া (৩৩) দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।
পেশায় তিনি একজন পশু চিকিৎক ছিলেন। আহত আকিক মিয়া (২৮) আক্তারপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৫৪২) ও ডাবরগামী মোটরসাইকেলটি (সুনামগঞ্জ-ল ১১-০৩৭৭) সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে রাত ২টার দিকে এওর মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।