বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮ 

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮ 

প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) ভোর ৫টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলা চাড়ারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ট্রাকচালক পাবনার সাঁথিয়া উপজেলার আকমল হোসেন (৩৫) এবং বাসযাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জান্নাতি (১২)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে যাত্রীবাহী মা এন্টারপ্রাইজ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও একজন যাত্রী নিহত হন। আহত হয় আট জন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।