বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, মানিকগঞ্জ: মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নিজামউদ্দিন (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজামউদ্দিন ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি দুর্ঘটনা-কবলিত ট্রাকটির চালক ছিলেন।
পুলিশ জানায়, ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত এবং বাসের ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হপাসাতালে ভর্তি করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।