বিশ্বরেকর্ডের উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দিয়ে জ্ঞান হারালেন ডাইভার

বিশ্বরেকর্ড করার জন্য পানির গভীরে উঁচু থেকে লম্বা ঝাঁপ দিয়ে জ্ঞান হারান ৪৩ বছর বয়সী এক ব্যক্তি

 বিশ্বরেকর্ডের উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দিয়ে জ্ঞান হারালেন ডাইভার
 বিশ্বরেকর্ডের উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দিয়ে জ্ঞান হারালেন ডাইভার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বরেকর্ড করার জন্য পানির গভীরে উঁচু থেকে লম্বা ঝাঁপ দিয়ে জ্ঞান হারান ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। তার নাম মিগুয়েল লোজানো, যিনি পেশায় একজন ডাইভার। তিনি স্পেনের বার্সেলোনার বাসিন্দা।

মিগুয়েল লোজানো এর আগেও দু’বার এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করেছেন। কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল, গত দু’বারের রেকর্ড ভেঙে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করা।

তিনি বলেন, “যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমার মুখে একটি অক্সিজেনের মাস্ক দেওয়া রয়েছে। রেকর্ড গড়তে না পেরে প্রথমে আমার নিজের ওপর খুব রাগ হচ্ছিল। তারপর ভাবলাম, যাক প্রাণে তো বেঁচে রয়েছি, এটাই অনেক!”

এ ধরনের ঝুঁকিপূর্ণ খেলায় ডাইভারদের পাশে সবসময় উদ্ধারকারীদের একটি দল থাকে। সেসময় তাদের সাহায্যেই লোজানোকে পানির গভীর থেকে দ্রুত টেনে তুলে আনা হয়। তৎক্ষণাৎ অক্সিজেন দিয়ে তার শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক রাখা হয়। ফলে প্রাণে বেঁচে যায় লোনাজ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom