বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে বৃষ্টির শঙ্কা!

ঘণ্টাখানেক পরই শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে বৃষ্টির শঙ্কা!

প্রথম নিউজ, ডেস্ক : ঘণ্টাখানেক পরই শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইংল্যান্ডের কেনিংটন ওভালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচও ভেসে যেতে পারে বৃষ্টিতে। আজ (৭ জুন) প্রথমদিন আবহাওয়া শুষ্ক ও রৌদ্রজ্জ্বল থাকলেও, চতুর্থ-পঞ্চম এবং রিজার্ভ ডে’র দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে রোমাঞ্চকর এই লড়াইয়ের উত্তেজনা কিছুটা ফিকে হলেও, রয়েছে বিকল্প ব্যবস্থা। আইসিসির নিয়ম মেনে কোনো বাধা ছাড়াই ম্যাচের ফল নির্ধারণ করা যাবে।

এই বছর টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। অভিষেক আসরে তারা নিউজিল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল। সেই ম্যাচেও ফাইনালে বিঘ্ন সৃষ্টি করেছিল বৃষ্টি। সেই বাধায় এবারও পড়তে হতে পারে ভারত-অস্ট্রেলিয়াকে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর পিচ ও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাজ্যে জুন মাসে গ্রীষ্মের শুরু। এখানে দৈনিক গড় তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। দেশের তাপমাত্রার ফলে শুষ্ক পিচ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যার কারণে এই সময়ে স্পিনাররা এখানে বোলিং বেশ উপভোগ করেন। যেহেতু সম্প্রতি কাউন্টির ম্যাচগুলো এখানকার পিচে হয়েছে, তাই দ্রুত বোলারদের জন্য পিচে সবুজের আস্তরণ রয়েছে। এতে আর্দ্রতার পরিমাণও কম। যতক্ষণ পর্যন্ত না আবহাওয়া পরিবর্তিত হয় এবং মেঘলা-অন্ধকার হয়ে আসে এই পরিস্থিতি অব্যাহত থাকবে।


আজ (৭ জুন) থেকে শুরু হতে যাওয়া ওভালের পিচে বেশ বাউন্স রয়েছে। যা পেস এবং স্লো বলেও কিছুটা বাড়তি সুবিধা দেবে। তবে বাতাসের তারতম্যের কারণে সুইংয়ে কিছুটা পরিবর্তন আসতে পারে। যাতে ভোগাতে পারে ব্যাটারদের। টেস্টের প্রথম দিনে আবহাওয়া বেশ শুকনো ও উজ্জ্বল রয়েছে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী শনিবার, রোববার ও সোমবারে। পাঁচদিনের হিসাবে রোববার শেষ হবে ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়। তবে কোনো কারণে উল্লেখযোগ্য সময় বৃষ্টিতে ভেসে গেলে রিজার্ভ ডে হবে সোমবার।

টেস্টের নিয়ম অনুযায়ী, প্রতিদিন ৯০ ওভারের খেলা হওয়ার কথা। নির্ধারিত ৫ দিনের শেষ দিন পর্যন্ত মোট ৪৫০ ওভারের খেলা না হলে এবং কোনো ফলাফলও না পাওয়া গেলে সেক্ষেত্রেও ম্যাচ রিজার্ভ ডে-তে গড়াবে। আর ফাইনালের ষষ্ঠ দিন অর্থাৎ রিজার্ভ ডে-র দিনও পুরো ৯০ ওভারে খেলা হতে হবে। আর যদি রিজার্ভ ডে-ও বৃষ্টির কারণে ধুয়ে যায়, তবে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে ভারত-অস্ট্রেলিয়াকে।