বিলাসবহুল বাড়িতে ভাড়া দিয়ে থাকেন বলিউডের এই তারকারা
অনেক বলিউড তারকাই আবাস গড়েছেন মুম্বাইয়ে

প্রথম নিউজ, ডেস্ক : অনেক বলিউড তারকাই আবাস গড়েছেন মুম্বাইয়ে। কারও কারও রয়েছে নিজস্ব রাজকীয় বাড়ি বা ফ্ল্যাট, আবার কিছু তারকা থাকছেন ভাড়া দিয়ে। তেমনই কয়েক জনের কথা তুলে ধরা হয়েছে এখানে।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
বলিউডের হট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন সম্প্রতি ১১৯ কোটি মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হয়েছেন। তবে তারা বর্তমানে প্রভাদেবীর কাছে বিউমোন্ডে টাওয়ারে থাকেন। এই টাওয়ারে দীপিকার নিজস্ব ৪বিএইচকে রয়েছে ১৬ কোটি মূল্যের। অন্যদিকে রণদীপ ওই একই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে প্রতি মাসে ৭.২৫ লাখ টাকা ভাড়া দিয়ে থাকছেন।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
সদ্য বিয়ে হওয়া ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ মুম্বাইয়ের রাজমহল বিল্ডিংয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সোয়াঙ্কিতে থাকছেন। ৫ হাজার স্কোয়ার ফিটের এই বাড়ির জন্য তারকা দম্পতিকে ৮ লাখ টাকা করে ভাড়া গুনতে হয়।
হৃত্বিক একই অ্যাপার্টমেন্টের তিনটি বড় ফ্ল্যাটকে একসঙ্গে করে একটি বিশাল বাড়িতে পরিণত করেছেন। যদিও বর্তমানে তিনি অভিনেতা অক্ষয় ও টুইঙ্কলের প্রতিবেশী। তিনি জুহুতে সি-ফেসিং অ্যাপার্টমেন্টে সাড়ে আট লাখ টাকা ভাড়া দিয়ে থাকেন।
মাধুরী দীক্ষিত
গত কয়েক দশক ধরে মাধুরী দীক্ষিত মোহময়ী হাসিতে একাধিক মানুষকে কাবু করেছেন। সম্প্রতি মাধুরী দীক্ষিত ওয়ারলিতে আকাশচুম্বী অ্যাপার্টমেন্টে থাকছেন স্বামী ও সন্তানদের নিয়ে। এই বাড়ির জন্য অভিনেত্রীকে সাড়ে ১২ লাখ টাকা ভাড়া দিতে হয়।
জ্যাকুলিন ফার্নান্দেজ
গত তিন বছর ধরে জ্যাকুলিন প্রিয়াঙ্কা চোপড়ার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রয়েছেন। এই বাড়ির জন্য তাকে ৬.৭৮ লাখ টাকা ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews