বাংলাদেশের ২৪ ক্রিকেটার পাকিস্তান লিগের প্লেয়ার্স ড্রাফটে
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের অষ্টম আসরের জন্য গোল্ড ও সিলভার ক্যাটাগরির জন্য ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের। ওপেনার লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়ের সঙ্গে নাম রয়েছে আফিফ হোসেন-শরিফুল ইসলামদেরও।
অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর করাচিতে। টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চের মধ্যে। করাচি, মুলতান, রাওয়ালপিন্ডি এবং লাহোরে অনুষ্ঠিত হবে এবারের পিএসএল। উদ্বোধনী অনুষ্ঠান হবে মুলতানে, প্লে অফ এবং ফাইনাল হবে লাহোরে।-
আফিফ হোসেন, আবু সায়েম, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন, জুনায়েদ সিদ্দিকী, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মনির হোসেন, নাদিফ চৌধুরী, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews