বাংলাদেশের সিনেমায় চুক্তিবদ্ধ স্বস্তিকা

বাংলাদেশের সিনেমায় চুক্তিবদ্ধ স্বস্তিকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত কদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কিন্তু কোন ছবিতে তিনি কাজ করছেন, কিংবা পরিচালক কে, সেটা নিয়ে কিছু জানা যায়নি। অবশেষে জানা গেলো, বাংলাদেশের চলচ্চিত্র ‘আলতাবানু জোছনা দেখেনি’তে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা মুখার্জি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা এটি। সিনেমাটি নির্মাণ করছেন হিমু আকরাম। গুঞ্জন আছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করবেন স্বস্তিকা। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। 

জানা গেছে, বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে চলতি বছরের মে মাসে চুক্তিবদ্ধ হন স্বস্তিকা। হিমু আকরাম জানান, তার গল্পেই নির্মিত হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন তিনিসহ আরও তিনজন। এরমধ্যে বাংলাদেশ থেকে রয়েছেন নাজিম উদ দৌলা, নাজিম উদ্দিন এবং কলকাতার একজন চিত্রনাট্যকার। তিনি আরও যোগ করে বলেন, চলতি বছরের প্রায় ছয়মাস আগে তাকে গল্পটি পাঠিয়েছিলাম আমরা। গল্পটি পড়ে বেশ উৎসাহী হয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরই মধ্যে আমাকে দুবার শিডিউলও দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু চিত্রনাট্য মনের মতো তৈরি না হওয়ায় এখনও শুটিংয়ের কাজ শুরু করিনি।

সিনেমার নায়ক কে হবেন? হিমু আকরাম বলেন, আমাদের সিনেমার হিরো কে হবেন, সেটা নিয়ে আমরা এখনও ভাবছি। কারণ, চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন হতে পারে। বর্তমানে চতুর্থ পর্যায়ে সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আর সিনেমায় যিনি নায়ক হবেন, তাকে পর্দায় তিনটি ডাইমেনশনে নিজেকে উপস্থাপন করতে হবে। তাই হিরো নির্বাচনের জন্য আমরা একটু সময় নিচ্ছি।