বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার ৩৫০ কোটি ডলার বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার ৩৫০ কোটি ডলার বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে বরাদ্দ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই অর্থের পরিমাণ ২ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা। যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় খরচ কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গঠন করেছেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডজ)। এর প্রধান করা হয়েছে বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এরই মধ্যে ডজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেয়া বিভিন্ন রকম সহযোগিতা বাতিল করেছে। তাদের ভেরিফায়েড এক্স একাউন্টে এ খবর জানানো হযেছে। এতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল ২ কোটি ৯০ লাখ ডলার।

ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল ২ কোটি ১০ লাখ ডলার। নেপালে ফেডারেলিজম এবং জীববৈচিত্র বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেয়া হয়েছিল ৩ কোটি ৯০ লাখ ডলার। দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ২৫ লাখ ডলার। মালিতে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল এক কোটি ৪০ লাখ ডলার। এমনিতরো বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ট্যাক্সদাতাদের অর্থ বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এক্সে ডজ জানিয়েছে এসব বরাদ্দ বাতিল করা হয়েছে। এর ফলে ক্ষতির মুখে পড়েছে কম্বোডিয়া, সার্বিয়া, মালিদ লাইবেরিয়া, মোজাম্বিক, মিশর সহ বিভিন্ন দেশ।