বাংলাদেশিদের সরে যেতে বললো বৈরুত দূতাবাস

বাংলাদেশিদের সরে যেতে বললো বৈরুত দূতাবাস

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে লেবাননের দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চলছে। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনো ঐসব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ঐ এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো।
জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং [email protected] ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।