বাংলাদেশে রপ্তানির জন্য বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি

বাংলাদেশে রপ্তানির জন্য বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি

প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশে রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। কয়লাভিত্তিক ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎকেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত। 

শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ নিলো ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ বিধি গত সোমবার ২০১৮ সালে তৈরি ‘শুধুমাত্র একটি প্রতিবেশি দেশে' বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি নীতিমালায় পরিবর্তন এনেছে৷ বার্তাসংস্থা রয়টার্স বিধিটি দেখেছে৷      

সংশোধিত নীতিমালা অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটি এখন থেকে প্রয়োজনে ভারতের অভ্যন্তরেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে৷

টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত ৫ আগষ্ট সহিংস গণআন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিল নতুন দিল্লি৷   

বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে৷ শেখ হাসিনার পতনের পরও নৈরাজ্য এবং ভাংচুরের ঘটনা ঘটেছে দেশটিতে৷ 

নতুন সংশোধনীতি যদি রপ্তানিকৃত বিদ্যুতের অর্থ পরিশোধে দেরি হয় তাহলেও বিদ্যুৎকেন্দ্রটি স্থানীয় বাজারে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলে জানানো হয়েছে৷

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি গত বছর জুলাইয়ে পুরোপুরি উৎপাদনে যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আদানির চেয়ারম্যান গৌতম আদানি৷ সেসময় এই প্রকল্পটিকে ‘ভারত-বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করা হয়েছিল৷ 

এক বিবৃতিতে মঙ্গলবার আদানি গ্রুপের এক মুখপাত্র জানিয়েছেন যে নীতি সংশোধনের কারণে সামগ্রিকভাবে ভারতে বিদ্যুতের সহজলভ্যতা বাড়বে এবং সারাদেশে বিদ্যুতের বেড়ে যাওয়া চাহিদা মেটাতেও সহায়ক হবে৷